নাক দিয়ে রাস্তা চেনা | ইত্যাদি মে ১৯৯৭ পর্ব

স্মার্টফোনে স্ট্রিট ভিউ বা গুগল ম্যাপসের মত অ্যাপসের দাপটে ঢাকা শহরে আজকাল রাস্তা হারানোর জো নেই। তবে যখন এসব ছিলো না, তখন গ্রাম থেকে সদ্য ঢাকা শহরে পা দেয়া অনেকেই বায়ান্ন বাজার তিপ্পান্ন গলির এই নগরীর গোলকধাঁধায় তালগোল পাকিয়ে নাজেহাল হতেন। সেই সময় এক ব্যক্তি ঢাকা শহরে অবস্থান করা তার আত্মীয়-স্বজনের বাসার ঠিক ঠিকানা সঠিকভাবে নির্ণয় করতে শরণাপন্ন হয়েছিলেন ঢাকা শহরের অলিগলির অন্দরমহল সম্পর্কে ভালো ধারণা রাখা এক ব্যক্তির। দেখুন তিনি কি পরামর্শ দেন। নাট্যাংশটি ১৯৯৭ সালের মে মাসে প্রচারিত ইত্যাদিতে প্রথম দেখানো হয়।

___________________________________
Enjoy & stay connected with us!