ডেভিড লেটারম্যান শোতে মজিবুর-সিরাজুল জুটি | ইত্যাদি মে ১৯৯৭ পর্ব

দেশের নানা প্রান্ত থেকে নানান কাজের সূত্রে প্রতিনিয়ত বিদেশে পাড়ি জমান অসংখ্য মানুষ। যাদের মধ্যে অনেকেই অভাবনীয় কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছেন বিদেশের মাটিতে। বিদেশের মাটিতে দেশের সুনাম অক্ষুণ্ন রাখাসহ দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য যেসব প্রবাসী কাজ করছেন কিংবা বিদেশের মাটিতে সাফল্য পেয়েছেন এমন প্রবাসীদের গল্প আমরা ইত্যাদিতে নিয়মিতই তুলে ধরছি। তারই ধারাবাহিকতায় ১৯৯৭ সালের মে মাসে প্রচারিত ইত্যাদিতে মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী মজিবুর রহমান ও সিরাজুল ইসলামকে তুলে ধরা হয়। যারা সেসময় প্রখ্যাত মার্কিন টেলিভিশন উপস্থাপক ডেভিড লেটারম্যান এর Late Show with David Letterman এর অন্যতম আকর্ষণ ছিলেন। তারা বিভিন্ন ছবিতেও অভিনয় করেছেন। মজিবুর-সিরাজুল জুটির সাফল্যের গল্প নিয়েই এই প্রতিবেদন।

___________________________________
Enjoy & stay connected with us!