চাটগাইয়া গান - চাঁন মুখে মধুর হাসি

চাঁন মুখে মধুর হাসি,
দেবাইল্যা বানাইলের মোরে,
সাম্পানের মাঝি।

কুতুবিদয়ার দক্ষিণ ধারে,
সাম্পানওয়ালার ঘর,
লাল বঅটা তুলিরে দিলো,
সাম্পানের ওয়র,
বাহার মারি যার যারগৈ সাম্পান,
ন' মানের উজান ভাটি।

দেবাইল্যা বানাইলের মোরে,
সাম্পানের মাঝি।