শাহ আবদুল করিম - পিরিতে শান্তি মিলে না

শাহ আবদুল করিম - পিরিতে শান্তি মিলে না

মন মিলে, মানুষ মিলে, সময় মিলে না,
পিরিতে শান্তি মিলে না।

পিরিত করে মন উল্লাসে,
ঠেকলো যে জন ভালোবেসে
কালনাগে দংশিলে বিষে
মন্ত্র মানে না ...