ধামাইল গান - কেন আইলাম

ধামাইল গান - কেন আইলাম

বাংলাদেশের বিয়ের গানের সর্বাধিক জনপ্রিয় হচ্ছে ধামাইল গান। ধামাইল গান মূলত নৃত্যসংবলিত। কাহিনীমূলক সংগীত বলে এ ধরনের পরিবেশনা রীতি 'ধামাইল নাচ' নামেও সমধিক পরিচিত। সাধারণত বৃহত্তর সিলেট অঞ্চলের হিন্দু সম্প্রদায়ের বিয়ে উপলক্ষে এ ধামাইল নাচ সংগীত সহযোগে পরিবেশিত হয়। এ নাচের অন্যতম বিশেষত্ব হচ্ছে এ নাচ স্ত্রীসমাজের মধ্যেই সীমাবদ্ধ। ১০ থেকে ২৫ জন স্ত্রীলোকে বাড়ির খোলা কোনো স্থানে চক্রাকারে দাঁড়িয়ে তালে তালে করতালি দিয়ে গীত সহযোগে এই ধামাইল নাচ পরিবেশন করেন। ধামাইল নাচ যেহেতু একটি বিশেষ সম্পর্কের ব্যক্তিকে কেন্দ্র করে পরিবেশিত হয়, তাই এ নাচে শ্যালিকা, বৌদি, দাদি, নানী সম্পর্কের মহিলারাই এ পরিবেশনায় অংশগ্রহণ করেন। যাকে উপলক্ষ করে এ ধামাইল নাচ পরিবেশিত হয় তার সম্পর্কের মা-কাকী-মামি জাতীয় কেউ এই পরিবেশনায় অংশগ্রহণ করতে বিধি-নিষেধ রয়েছে। এসব সম্পর্কের ব্যতিরেকে অন্য সবাই নাচে অংশগ্রহণ করেন। তবে বিভিন্ন পূজা-পার্বণ-উৎসবে যেহেতু ধরাবাঁধা কোনো নিয়ম নেই তাই ধামাইল নাচের সময় সব মহিলাই সমানভাবে অংশগ্রহণ করেন। আর শিশুদের অন্নপ্রাশনের সময় শিশুর মা-মামি-কাকী-দাদি-বোন-মাসি-পিসি-পাড়া-প্রতিবেশী সবাই অংশগ্রহণ করেন এবং শিশুকে নিয়ে আনন্দ-ফুর্তিতে মেতে ওঠেন।
এই গান বর্তমানে বাংলাদেশের বৃহত্তর সিলেট অঞ্চলের আনুষ্ঠানিক লোকসংগীত হিসেবেই অধিক স্বীকৃত। তবে সিলেট ছাড়াও দেশের বেশ কয়েকটি জেলা ও সিলেটের পার্শ্ববর্তী ভারতের করিমগঞ্জ, আসাম, হাইলাকান্দি, শিলচরসহ বেশ কয়েকটি উপত্যকায় ধামাইল গানের প্রচলন রয়েছে।