কালু শাহ ফকির (১৮১০-১৯০৫, ঢাকা) - নিরিখ বান্ধো রে দুই নয়নে (বিষ্ণুপদ দাস)

নিরিখ বান্ধোরে দুই নয়নে
নিরিখ বান্ধোরে দুই নয়নে
ভুইলো না মন তাহারে।
ওরে ভুল করিলে যাবি রে মারা
পড়বি রে ভীষন ফেরে...
ভুইলো না মন তাহারে
আগে আপনাকে চেনো
পরে, গুরু কে মানো
দেহ ,পাশ করে আনো।
ওরে সইমোহরের নকল গুরু
দেবেন তোমায় দয়া করে ওরে
দেবেন তোমায় দয়া করে
ভুইলো না মন তাহারে
প্রেমের গাছে একটি ফল
রসে, করে টলোমল
তাতে ভ্রমর হয় পাগল
সে ফল, গুরু কে দিয়ে শিষ্য খাইলে
অমর হয় সে সংসারে, ওরে
অমর হয় সে সংসারে
ভুইলো না মন তাহারে
নিরিখ বান্ধোরে দুই নয়নে
নিরিখ বান্ধোরে দুই নয়নে
ভুইলো না মন তাহারে।
ওরে ভুল করিলে যাবি রে মারা
পড়বি রে ভীষন ফেরে...
ভুইলো না মন তাহারে