সামছুদ্দিন - রাষ্ট্রভাষা আন্দোলন

চারণ কবি শেখ সামছুদ্দিন আহমেদ - রাষ্ট্রভাষা আন্দোলন করিলি রে বাঙ্গালী
"রাষ্ট্রভাষা আন্দোলন করিলি রে বাঙ্গালী,
তোরা ঢাকা শহর রক্তে ভাসাইলি।
ও বাঙ্গালী...ও ওওও।
....... ইংরেজ যুগে হাটুর নীচে চালাইতো গুলি,
স্বাধীন দেশে ভাইয়ে ভাইয়ের ওড়াই মাথার খুলি রে বাঙ্গালী,
তোরা ঢাকা শহর রক্তে রাঙ্গালি।"
বাঙ্গালীর মহান ভাষা আন্দোলনের আত্ম ত্যাগের মহত্ত্ব তুলে ধরে এই মর্মস্পর্শী গানের রচয়িতা বাগেরহাটের চারণ কবি শেখ সামছুদ্দিন আহমেদ। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবীতে ১৪৪ ধারা ভেঙ্গে মিছিলের সময় বাংলার দামাল ছেলেরা পাক সেনাদের নির্বিচার গুলিতে লুটিয়ে পরে ঢাকার রাজ পথে । ঐ দিনই বাগেরহাটের স্বভাব কবি শেখ সামছুদ্দিন আহমদ রাষ্ট্র ভাষা নামে প্রথম এটি রচনা করেন। পরের দিন ২২শে ফেব্রুয়ারি ছাত্র হত্যার প্রতিবাদে বাগেরহাটের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট পালন শেষে সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক (সিসি ব্যাংক) মাঠে প্রতিবাদ সমাবেশে ও নিজেই শহরের বিভিন্ন স্থানে নিজের লেখা গান নিজের কন্ঠে গেয়ে ছাত্র-জনতাকে আন্দোলিত করেছিলেন। ভাষা আন্দোলনের আত্ম ত্যাগের মর্মস্পশী ঘটনায় তিনি ২১শে ফেব্রুয়ারি রাতেই লেখেন-রাষ্ট্রভাষা নামে একটি গান। সে গানটি তিনি নিজেই গেয়ে ছাত্র-জনতাকে উদ্বুদ্ধ করতেন।