Notun Shohor II Souls II 50 Years of Souls II Sheik Rana II Towfique Ahmed

নতুন বছরে সোলস এর নতুন গান ‘নতুন শহর’

কার্ডিফ প্রবাসী শেখ রানা বার্মিংহামে সোলস এর পঞ্চাশ বছর পূর্তি কনসার্ট দেখতে আসে। সেখানেই প্ল্যান হয় রেকর্ডিং এর, শেখ রানার মাধ্যমে জানা যায় তৌফিক বার্মিংহাম প্রবাসী। সাথে সাথেই তৌফিকের সাথে কথা বলে পরদিন রেকর্ডিং স্টুডিও বুক করা। ১ দিনের মধ্যেই গানটি রেকডিং সম্পন্ন হয় । স্টুডিং বুকিং এর জন্য তিতাসের প্রতি কৃতজ্ঞতা।

‘নতুন শহর’ গানটির রেকর্ডিং এর সম্পূর্ণ ব্যায় স্পন্সর করেন টিএন্ডটি কনসালটেন্সি এর কর্ণধার ইফতেখার।

Notun Shohor
SOULS
Lyrics: Sheik Rana
Tune: Partha Barua
Featuring: Towfique Ahmed (Rajotto)
B The Sound Studios (Birmingham)
Recording Engineer: Janis Krauklis

#NotunShohor #parthabarua #SheikRana #TowfiqueAhmed