Ityadi foreigners’ item | Eid 2023 | Behind the scenes | পর্দার পেছনের গল্প | ঈদ ইত্যাদি ২০২৩ পর্ব

প্রতি ঈদের বিশেষ ইত্যাদিতেই থাকে বিদেশি নাগরিকদের অভিনয়ের একটি পর্ব। আর প্রতিবারই বিদেশিরা তাদের স্বদেশি পোশাক ছেড়ে, এ দেশি পোশাক পরে, গ্রামীণ জীবনের কিছু বিষয় নিয়ে অভিনয় করেন। তবে এ জন্য প্রয়োজন পড়ে দীর্ঘ মহড়ার। যেহেতু বিদেশিরা এ দেশে অনেক ব্যস্ত সময় কাটান, তাই এ ধরণের অনুষ্ঠানের জন্য নিয়মিত মহড়া দেয়াও তাদের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়ে। তারপরও বিদেশিরা মনে করেন এটি তাদের জীবনে একটি নতুন অভিজ্ঞতা, অন্যরকম আনন্দ এবং শিক্ষণীয় বিষয় উপস্থাপন। যা মানুষকে সচেতন করতে ভূমিকা রাখে। তাই তারা উৎসাহের সঙ্গে এই পর্বটির জন্য অপেক্ষা করেন এবং অংশগ্রহণ করেন।
গত ২৩ এপ্রিল ২০২৩ তারিখে (ঈদের পরদিন) প্রচারিত ঈদের বিশেষ ইত্যাদিতেও ছিলো বিদেশিদের নিয়ে একটি মজাদার পর্ব। এখানে সেই পর্বের পর্দার আড়ালের গল্প তুলে ধরা হয়েছে।

Eid-ul-fitr episode 2023: https://youtu.be/U1Pehh3bsec
Ityadi foreigners’ item 2023: https://youtu.be/jpi1hboxtB4

___________________________________
Enjoy & stay connected with us!