আবদুল হাদী কাঞ্চনপুরী - পায় পড়ি মিনতি করি

হযরত মাওলানা আবদুল হাদী কাঞ্চনপুরী - পায় পড়ি মিনতি করি

পায় পড়ি মিনতি করি যে প্রাণ তোমায়।
গাউছ ধন তোমায় নিতে পাঠাইয়াছেন রায়।।
পায়ে না ঠেলিও মোরে, প্রিয়ে এবে চল ঘরে।
সিংহাসন ছেড়ে কেনে আসিলেন হেথায়।।
আঁখির পুতলি করে নিব প্রিয়া প্রেমাদরে।
মাইজভাণ্ডারী সিংহাসনে বসাব তোমায়।।
পুষ্প বিনে অলিকুল, কেঁদে হল ব্যাকুল।
তুমি বিনে দাস হাদীর প্রাণ যে যায়।।