রমেশ শীল - আমার গাওছুল আজম মওলা ধন

গুরুজী শ্রী রমেশ শীল মাইজভাণ্ডারী - আমার গাওছুল আজম মওলা ধন

আমার গাওছুল আজম মওলা ধন, কোথায় গেলে পাব দরশন।
আমি শুদ্ধু জ্ঞানে তাঁর চরণে সঁপেছি জীবন মরণ।।
তিনি প্রেমের অবতার, প্রেম শিক্ষা দিতে এলেন মাওলা মাইজভাণ্ডার।
বাবা নুরীর চরণ যে দেখেছে, তার কি আর সাধন ভজন।
আমার কেবলা কাবা মওলা বাবা জগতের সুলতান,
তাঁর রাজ্যে নাই যমের দখল সুসিদ্ধ প্রমাণ।
শত বৎসর জঙ্গলে বেড়িয়া এবাদৎ,
সমান নহে এক জমানা বাবার চোহবৎ,
এস্কের খেলা, প্রেমের মেলা, রূহানীতে আকর্ষণ।
জাহেরী সম্বরী বাবা বাতেনে খেলায়,
কোন কোন ভাগ্যবানে দেখিবারে পায়,
রমেশ বলে, না দেখিলে জপ তপ অকারণ।