রমেশ শীল - আউয়ালে আখেরে মাওলা তুই মাওলা তুইরে

গুরুজী রমেশ শীল আল মাইজভান্ডারী - আউয়ালে আখেরে মাওলা তুই মাওলা তুইরে

আউয়ালে আখেরে মাওলা তুই মাওলা তুইরে।
ও মাওলারে মাটির পুতলা বানাই সঞ্চারিলে রূহ,
আদমের কলবে আওয়াজ আল্লাহু আল্লাহু।
দুনিয়া জলেতে ডুবাই কেয়ামত দেখালি,
ঘোর তুফানে নুহু নবির কিস্তিখান বাঁচালি।
খলিলকে আগুনে ঢালে নমরুদ বেঈমান,
জ্বলন্ত আগুনে দেখালি ফুল বাগান।।
বোয়াল মাছে গিলেছিল ইউনুছ পয়গম্বরে,
দোয়া ইউনুছ উছিলায় মুক্ত করলি তারে।
ছালেহ জঙ্গির ঘরে আসি দেখালি প্রতাপ,
বোগদাদে করি দিলি কবর আযাব মাপ।
মনছুরের কলবে থাকি আনল হক বলালি,
শুলিতে তুলিয়া আবার জগৎকে দেখালি।
খাতেমুল বেলায়ত নিয়ে ভাণ্ডারে উদয়,
রমেশ বলে ঠিক চিনেছি আর ত কেহ নয়।।