আস্কর আলী - কি জ্বালা দিয়া গেলা মোরে (সন্দীপন)

কি জ্বালা দিয়া গেলা মোরে
নয়নের কাজল পরানের বন্ধুরে
না দেখিলে পরান পুড়ে
কি দুঃখ দিয়া গেলা মোরে
নয়নের কাজল পরানের বন্ধুরে
না দেখিলে পরান পুড়ে ।।

না রাখি মাটিতে , না রাখি পাটিতে , না রাখি পালংকের উপরে
সিঁথির সিঁন্দুরে রাখিব বন্ধুরে
ভিরিয়ে রেশমী ডোরে

বন্ধু পরবাসী পরের ঘরে আসি
এত ঘুমে কেনে ধরে
কোহেলা করে ধ্বনি
পোহাইলো রজনী
না ডাকি ননদিনীর ডরে ।।

নারীর প্রেম কাছে
কিটনা কইরা যে
বস্ত্র খইসা খইসা পড়ে
কহে আস্কর আলী
সাধু সন্ত জানি
উদাসী বানাইলো মোরে ।।