চটকা গান - আবো নাওদারীটা মরিয়া (মুস্তফা জামান আব্বাসী)

... দেড় শ বছর আগে জর্জ গ্রিয়ারসন ছিলেন রংপুরের ডিসি। ব্রিটিশ হলেও ভালোবেসেছিলেন বাংলার লোকসংগীত উত্তরাঞ্চলের ভাওয়াইয়া ও চটকা গান সংগ্রহ করে নোটেশন তৈরি করেছিলেন ‘লিঙ্গুইস্টিক সার্ভে অব ইন্ডিয়া’, ভলিউম ১৩তে ইংরেজি অনুবাদ ও ট্রান্সলিটারেশনসহ ছাপা হয়েছিল সেই সময়ে। চিন্তা করুন, একজন বিদেশি গানগুলোকে কতটা ভালোবেসেছিলেন। পিতার গাওয়া
‘আবো নওদারিটা মরিয়া মোর সে হইছে হানি,
আন্দার ঘরোত পড়ি থাকং পড়ে চোখের পানি,
আবো টাপ্পাস কি টুপ্পুস করিয়া’
গানটিকে পৃথিবীবিখ্যাত করেছি আমরা। ভাবতে অবাক লাগে, এই গানটি সংগ্রহ করেছিলেন স্যার জর্জ গ্রিয়ারসন। ...
- - - ‘ঐ দেখা যায় মরা নদীর সোঁতা...’ - মুস্তাফা জামান আব্বাসী | তারিখ: ০৮-০৭-২০১২