আরকুম শাহ - ময়ূর বেশেতে সাজইন রাধিকা (কালা মিয়া)

কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে ফুলে পাইলা ভ্রমরা
ময়ূর বেশেতে সাজইন রাধিকা ॥
চুয়াচন্দন ফুলের মালা, সখিগণে লইয়া আইলা
কৃষ্ণ রাধার গলে দিলা বাসর হইলা উজলা ॥
কৃষ্ণ দিলা রাধার গলে, রাধায় দিলা কৃষ্ণের গলে
অদল ও বদল করি আনন্দে করইন খেলা ॥
চুয়াচন্দন ছিটাইলা, সুগন্ধেতে মোহিত উজালা
আনন্দে সখিগণ নাচে দেখিয়া প্রেমের খেলা ॥
কৃষ্ণ প্রেমের প্রেমিক যারা, নাচে গায়ে খেলে তারা
কুলমানের ভয় রাখে না ললিতা আর বিশখা ॥
পাগল আরকুম কইন পুরুষ নারী, হস্তে হস্তে ধরাধরি
বৃন্দাবনে আজ এশকের ঝড়ির খেলিতেছে প্রেমের পাশা ॥