বিজয় সরকার - কত ভালো লাগে তোমারে, কিশোর বন্ধু বাঁশোরিয়া রে

বিজয় সরকার - কত ভালো লাগে তোমারে, কিশোর বন্ধু বাঁশোরিয়া রে (বনী চক্রবর্তী ও তাপসী রায় চৌধুরী)

কি যেন কি বলে তোমার, বাঁশের বাঁশির টানে,
কত সুন্দর লাগে বন্ধু, বুঝি না তার মানে।।।
না বোঝা সেই গানের ভাষা, কেন আমায় কাঁদায়-হাসায়,
একবার ডুবায়, একবার ভাসায়, মরমে মারিয়া রে,
কিশোর বন্ধু, কিশোর বন্ধু, বাঁশোরিয়া রে।।।

জীবনে দেখি নাই বন্ধু, তবুও যেন চিনি,
অজানা কে এত আপন, সকল আপন যিনি।
আমি কবে আপন হব, গোপন ব্যাথা ভেঙ্গে কবো,
কবে আমি তোমায় দিব, সহজে *** রে,
কিশোর বন্ধু, কিশোর বন্ধু, বাঁশোরিয়া রে।।।