বিজয় সরকার - ওরে আমার জীবন নদী নাইয়া রে

ভবে, আমার দিকে ভিড়াবে নাও,
ধীরে ধীরে বাইয়া রে,
ওরে আমার জীবন নদী, নাইয়া রে।

আমি বের হয়েছি সেই যে ভোরে,
ধরনীর কোলে,
খেলা করে বেলা গেছেরে,
ও দয়াল, তোমায় গেছি ভুলে রে।
এখন দিনের শ্যেষে নদীর কূলেএ,
আমি রইয়াছি দাড়াইয়ারে,
ওরে আমার জীবন নদী, নাইয়া রে।

ষোল আনা কড়ি নিয়া রে, করিলাম কারবার,
জমা শূণ্য, খরচ বেশী, হয়েছে বার-বার।
আমার, হিশাবেতে কিছুই নাই আর,
আমি, দেখতেছি মিলাইয়া রে।
ওরে আমার জীবন নদী, নাইয়া রে।

বিজয় বলে, আছি আমি রে, ভবেরে ভুলে,
কবে এসে নাবিক বন্ধু, নিবে যে তুলে।
তোমার পাড়ের তরী দিবে খুলে,
মনের নাগাল পাইয়ারে।
ওরে আমার জীবন নদী, নাইয়া রে।