ভাওয়াইয়া গান - মোর প্রাণনাথ (কিসের মোর রান্ধন, কিসের মোর বাড়ন) (মুস্তফা জামান আব্বাসী)

কিসের মোর রান্ধন, কিসের মোর বাড়ন,
কিসের মোর হলদি বাটা,
মোরে প্রাণনাথও অন্যের বাড়ি যায়,
মোরে আঙ্গিনা দিয়া ঢাকা।
ও প্রান সজনি, কার আগে কোবো দুস্কের কথা?

আর যদি দেখোং, আর যদি শোনং,
অন্যজনের সঙ্গে কথা,
ওরে কে হেন যৌইবোনো সাগরে ভাসাবো,
পাষানে ভাঙ্গিবো মাথা।
ও প্রান সজনি, কার আগে কোবো দুস্কের কথা?

মোর বন্ধু গান গায়,
মাথা তুলি না চায়,
মুই নারী যাও জলের ঘাটে,
ওরে, থমকি-থমকি হাটং, চোখে ইশারা করং,
তবু বন্ধু না দেখে মোকে।
ওকি হায়রে, বন্ধু পাগল হইতে পারে।

নিদেরও আলিসে, হাত পড়ে বালিশে,
মানে করং বন্ধু বুঝি আছে,
ওরে চেতন হয়া দেখং, বন্ধু নাই বগলে,
বুকখান মোর ছেং-ছেংয়া হইসে,
ও প্রান সজনি, কার আগে কোবো দুস্কের কথা?
ও প্রান সজনি, বালিশো কনং মোর দুঃখের কথা।