কিসের মোর রান্ধন, কিসের মোর বাড়ন,
কিসের মোর হলদি বাটা,
মোরে প্রাণনাথও অন্যের বাড়ি যায়,
মোরে আঙ্গিনা দিয়া ঢাকা।
ও প্রান সজনি, কার আগে কোবো দুস্কের কথা?
আর যদি দেখোং, আর যদি শোনং,
অন্যজনের সঙ্গে কথা,
ওরে কে হেন যৌইবোনো সাগরে ভাসাবো,
পাষানে ভাঙ্গিবো মাথা।
ও প্রান সজনি, কার আগে কোবো দুস্কের কথা?
মোর বন্ধু গান গায়,
মাথা তুলি না চায়,
মুই নারী যাও জলের ঘাটে,
ওরে, থমকি-থমকি হাটং, চোখে ইশারা করং,
তবু বন্ধু না দেখে মোকে।
ওকি হায়রে, বন্ধু পাগল হইতে পারে।
নিদেরও আলিসে, হাত পড়ে বালিশে,
মানে করং বন্ধু বুঝি আছে,
ওরে চেতন হয়া দেখং, বন্ধু নাই বগলে,
বুকখান মোর ছেং-ছেংয়া হইসে,
ও প্রান সজনি, কার আগে কোবো দুস্কের কথা?
ও প্রান সজনি, বালিশো কনং মোর দুঃখের কথা।
ভাওয়াইয়া গান - মোর প্রাণনাথ (কিসের মোর রান্ধন, কিসের মোর বাড়ন) (মুস্তফা জামান আব্বাসী)
- Music
- Bengali Folk Songs
- 26-8-2016
- 04:11
- 445
Related Videos

বর্ণাঢ্য ঈদের গান-২০২৪, ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’ | ঈদ ইত্যাদি ২০২৪ পর্ব
- Magazine Programs
- Fagun Audio Vision
- 1 week ago
- 03:22
গত ১২-এপ্রিল, শুক্রবার ২০২৪ তারিখে (ঈদের পরদিন) প্রচারিত ঈদের বিশেষ ইত্যাদির শুরুতেই ছিলো ‘ও মন রমজানের ঐ রোজার শেষে..’ গানটি। ইত্যাদিতে এই গানটির...


যাত্রা শিল্পীদের পরিবেশনায় বর্ণাঢ্য ঈদের গান ‘রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ’ | ঈদ ইত্যাদি ২০১৭
- Magazine Programs
- Fagun Audio Vision
- 1 week ago
- 03:12
২০১৭ সালে প্রচারিত ঈদের বিশেষ ইত্যাদির শুরুতেই ছিলো ‘ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ’ গানটি। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এই অমর...

আমাদের কোন গল্পে ছিল এই গান? উত্তর ভিডিওর শেষে!
- Audio Story
- Vale of Tales
- 1 week ago
- 01:40

তোরা আমার মায়ের ভাষায় গান ধরেছিস নাকি | উল্কা হোসাইন
- Music
- Sangeeta Music
- 1 week ago
- 38:00
Link : mhttps://youtu.be/7J8Is8mj8t4