ভাওয়াইয়া গান - জ্বলেয়া গেইলেন মনের আগুন (মুস্তফা জামান আব্বাসী)

আয় মোর, জানিয়াও, জানেন না,
শুনিয়াও, শুনেন না,
ওরে, জ্বলেয়া গেইলেন মনের আগুন,
নিভিয়া গেইলেন না।

আয় মোর, নয়নের কাজল,
বন্ধু মোর, নয়নের কাজল,
ওরে তিলেক দন্ড না হেরিলে,
মন মোর হয় পাগল।

আয় মোর, কাইচি ছাটা চুল,
বন্ধু মোর, ঝাকড়া-ঝাকড়া চুল,
ওরে হয় না কেনে চেংড়া বন্ধু,
খেইল কদমের ফুল।

আয় মোর, নাওয়ের কান্ডারি,
বন্ধু মোর, নাওয়ের কান্ডারি,
ওরে নাও চাপাওরে নাওয়ের ঘাটে, নাওয়ের কান্ডারি।
আয় মোর, ভাবিয়া করিম কি? চিন্তিয়া করিম কি?
ওই নাও, পাঁচ-পড়শি পাড়ার লোকে মাগিন পিড়িতি।