ভাটিয়ালি গান - ভাসাইলিরে আমায় ডুবাইলিরে (মুস্তফা জামান আব্বাসী)

আমায় ভাসাইলিরে, আমায় ডুবাইলিরে,
অকুল দরিয়ায় বুঝি কূল নাইরে।

কূল নাই, কিনার নাই,
নাইকা দরিয়ার পাড়ি,
তুমি, সাবধানে চালাইয়ো মাঝি,
আমার ভাঙ্গা তরী রে।
অকুল দরিয়ায় বুঝি কূল নাইরে।

ঢেউর পরে ঢেউ আসিয়া,
ঢেউ ভাঙ্গইয়া যায়,
ওরে, গগণও নামিয়া নাচে,
সেই না ঢেউয়ের গায় রে।
অকুল দরিয়ায় বুঝি কূল নাইরে।

তার পাড়ে ছায়ায় দোলে,
সন্ধ্যা মানে হয়,
সেথা কোন কন্যা এসে,
সিন্দুর, ছড়ায় জলের পর' রে।
অকুল দরিয়ায় বুঝি কূল নাইরে।

এই নদীর তরঙ্গ দেখে,
প্রানে লাগে ভয়,
তোর নামের কলঙ্ক হবে,
যদি, তরী ডুবে যায় রে।
অকুল দরিয়ায় বুঝি কূল নাইরে।