বাউল গান - সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী

সাধের লাউ, বানাইলো মোরে বৈরাগী।

লাউয়ের আগা খাইলাম, ডোগা গো খাইলাম,
আমি, লাউ দি বানাইলাম ডুগডুগী।
সাধের লাউ, বানাইলো মোরে বৈরাগী।

লাউ কাটিয়া, কুম্বা করলাম সার,
আরে দুই মুড়ায় দুই বাঁশের চটি,
মধ্যে চিকনা তার।
তাতে এমন মধুর সুর ধরে, ভাই,
যে শুনে হয় বিবাগী।
হায়-হায়, যে শুনে হয় বিবাগী।
সাধের লাউ, বানাইলো মোরে বৈরাগী।

দেশ ছাড়িলাম, ছাড়লাম বাড়ি-ঘর,
আরে, আমার একতারাটা করলাম আপন,
আর সকলই পর,
এবার, গুরুর নামটি লইয়া রে মুখে,
আমি, সাজলামরে নবীন যোগী।
সাধের লাউ, বানাইলো মোরে বৈরাগী।

লাউয়ের এত মধু, করলো গো যাদু,
লাউ করলাম সঙ্গের সংগী।
হায়-হায়, লাউ দি বানাইলাম ডুগডুগী।
সাধের লাউ, বানাইলো মোরে বৈরাগী।