বাংলাদেশের ক্রিকেট নিয়ে নির্মিত প্রথম গান | যুদ্ধ করেছি জয় | Juddho Korechi Joy | ইত্যাদি মে ১৯৯৭

বাংলাদেশের ক্রিকেট নিয়ে নির্মিত প্রথম গান | যুদ্ধ করেছি জয় | Juddho Korechi Joy | ইত্যাদি মে ১৯৯৭ পর্ব

১৩ এপ্রিল, ১৯৯৭। সেদিন নতুন সূর্য উদিত হয় বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে। কারণ এই দিনেই কুয়ালালামপুরের কিলাত কিলাব মাঠে কেনিয়াকে হারিয়ে বাংলাদেশের আইসিসি ট্রফি জয়। যে জয় উৎসবের রঙে রঙিন হয়েছিল পুরো বাংলাদেশ। ১৯৯৭ আইসিসি ট্রফি জয়ের পরপরই বাংলাদেশ ওয়ানডে স্ট্যাটাস লাভ করে। এরপর ১৯৯৯ সালে প্রথম বিশ্বকাপে অংশগ্রহণ ও ২০০০ সালে হয় টেস্ট স্ট্যাটাস প্রাপ্তি। ফলে বদলে যায় দেশের ক্রিকেট কাঠামো।
আইসিসি ট্রফিতে চ্যাম্পিয়ান হয়ে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের অবস্থান নিশ্চিত হওয়ার আনন্দে ক্রিকেট নিয়ে প্রথম গান নির্মান করেন বরেণ্য নির্মাতা হানিফ সংকেত। গানটি প্রথম প্রচারিত হয় জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে ১৯৯৭ সালের ২৯ মে। গানটিতে সেসময় কণ্ঠ দিয়েছিলেন- তপন চৌধুরী, খালিদ হাসান মিলু ও কুমার বিশ্বজিৎ। গানটিতে আকরাম খান, আমিনুল ইসলাম বুলবুল, আতাহার আলী খান, মোহাম্মদ রফিক, মনি, নাইমুর রহমান দুর্জয়, খালেদ মাসুদ পাইলট সহ অন্যান্য সকল ক্রিকেট তারকারা অংশগ্রহণ করেছিলেন। গানটি ফিলার হিসাবে বিটিভিতে বেশ কয়েকবার প্রচারিত হয়।

গান: যুদ্ধ করেছি জয়...
কথা: আশেক মাহমুদ
সুর ও সংগীতায়োজন: আলী আকবর রুপু
কণ্ঠ: তপন চৌধুরী, খালিদ হাসান মিলু ও কুমার বিশ্বজিৎ।
নির্মাণ: ফাগুন অডিও ভিশন।
পরিকল্পনা ও নির্দেশনা: হানিফ সংকেত।

___________________________________
Enjoy & stay connected with us!