উপকারীর অপকার! | ইত্যাদি মে ১৯৯৭ পর্ব

একে অপরের কল্যাণে যে কাজ করা হয়; তা-ই পরোপকার। এটি মানবতার অলংকার। উপকারের প্রকারভেদ-সামাজিক আকার ভেদে আবার বিভিন্ন ধরণের হয়ে থাকে। তবে কিছু কিছু ক্ষেত্রে উপকার করে উপকারভোগীর কথা শুনে উপকার দাতাকেও নির্বাক হয়ে যেতে হয়। তারই একটি ক্ষুদ্র নমুনা তুলে ধরা হয়েছে ১৯৯৭ সালের মে মাসে প্রচারিত ইত্যাদির এই নাট্যাংশে।

___________________________________
Enjoy & stay connected with us!