Ekti Raat (1956)

Sushovan Dutta and his wife Anita get separated on their way to a friend's house. Chaos ensues when Anita discovers that he has gone away with another woman.

একটি রাত হল একটি জনপ্রিয় হাসির বাংলা চলচ্চিত্র যা পরিচালনা করেন চিত্ত বসু এবং হরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় প্রযোজনা করেন। বাঙালি উপন্যাসিক বালাই চাঁদ মুখোপাধ্যায়ের ভীমপালশ্রী গল্প অবলম্বনে নির্মিত হয়েছিল। এই চলচ্চিত্রটি ১১ মে ১৯৫৬ সালে এইচ.এন.সি প্রোডাকশন ব্যানারে মুক্তি পেয়েছিল এবং সংগীত পরিচালনা করেছেন অনুপম ঘটক। এই চলচ্চিত্রটির মুখ্য চরিত্রে অভিনয় করেন সুচিত্রা সেন, উত্তম কুমার, অনুপ কুমার, ভানু বন্দ্যোপাধ্যায় এবং তুলসী চক্রবর্তী।