বাউল কামাল পাশা - প্রেমের মরা জলে ডুবেনা

প্রেমের মরা জলে ডুবেনা,
তুমি সুজন দেইখ্যা কইরো পিরীত,
মরলে যেজন ছাড়েনা, দরদী।
ও প্রেম করতে দুইদিন ভাঙ্গতে একদিন,
এমন প্রেম আর কইরোনা, দরদী।

প্রেম করিলেন আইয়্যূব নবী, যার প্রেমে রাহিমা বিবিগো,
যার প্রেমে দুনিয়া খুবী, কোরআনেতে বর্ণনা দরদী।

প্রেম কইরাছেন ইউসুফ নবী, যার প্রেমে জুলেখা বিবিগো,
এতো ছিল রুপের ছবি, এমন রুপ কেউর ছিলনা দরদী।

প্রেম কইরাছেন মুসা নবী, প্রেমিক নয় দুনিয়ার সবীগো,
নূরতজলে¬ জ্বলে সবী, তবু মুসা জ্বলেনা দরদী।

প্রেম করিলেন লাইলী মজনু, দুইজনার একই তনুগো,
লাইলীরে দেখিলে মজনু বলতেন, সাই রাব্বানা দরদী।

শিরির প্রেমে মরলো ফরহাদ, মিটিলনা মনের-ই স্বাদগো,
প্রেমেতে ঘটিলে বিষাদ, এমন হয় লাঞ্চনা দরদী।

প্রেমিক ছিলেন ওয়াজকুরুনী, প্রেমিকের হন শিরোমনিগো,
জগতে রয়েছে ধ্বনী, নবীর প্রেমের দেওয়ানা দরদী।

কামাল বলে, প্রেমিক ছাড়া বুঝেনা প্রেমেরী দ্বারাগো,
প্রেম করছে যারা জানে তারা, অপ্রেমিকে জানেনা দরদী ।