ত্রাতার ত্রাহি অবস্থা! | ইত্যাদি মে ১৯৯৭ পর্ব

ছোটবেলায় সবাই পড়েছি পরোপকারিতার কথা। তাই নিয়ে কত বাণী আছে-‘সেবাই পরম ধর্ম’ কিংবা ‘সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে’। আমাদের সমাজে অনেকেই অনেকের উপকার করেন। কেউ কেউতো অন্যের বিপদ দেখলে রীতিমতো ঝাঁপিয়ে পড়েন। তবে প্রতিদানের আশায় নয় বরং মানবিক কারণেই মানুষ একে অন্যের উপকার করেন, কিন্তু উপকারভোগীর কাছ থেকে এমন আচরণের প্রত্যাশা কি কেউ করেন? সেই অপ্রত্যাশিত আচরণের বিস্তারিত বিবরণ দেখুন ১৯৯৭ সালের মে মাসে প্রচারিত ইত্যাদির এই নাট্যাংশে।

___________________________________
Enjoy & stay connected with us!