দূরবীন শাহ - কি সুখে রইয়াছি আমি গো

কি সুখে রইয়াছি আমি গো, সখি,
জানে বন্ধে, দেখে না, গেল বন্ধু আর আইলো না।

সই গো সই,
দেখে বন্ধের রূপের কিরণ,
সঁপে ছিলাম জীবন-যৌবন,
সে যে এমন আগে জানি না।
না জানি কার কুঞ্জে থাকে গো,
বন্ধে, কার পুরাইলো বাসনা।
গেল বন্ধু আর আইলো না।

সই গো সই,
ভুবনমোহন রূপের জ্যোতি,
যে দেখে তার হয় ডাকাতি,
কূলব্দির, কূল-মান থাকে না।
আমার উড়ু-উড়ু করে প্রানে গো,
তারে বান্ধিয়া রাখা যায় না।
গেল বন্ধু আর আইলো না।

সই গো সই,
মীন দুঃখী হয় জলবিহনে,
পিতা দুঃখী পুত্রবিনে,
নারী দুঃখী স্বামী যার থাকে না।
দূরবীন শাহয় কয়,
আমি দুঃখী গো, আমার বন্ধে ভালবাসে না।
গেল বন্ধু আর আইলো না।