দিন বাড়িলে দাম বাড়ে ভাই, সমস্যাটা প্রতিদিন | ইত্যাদি মে ১৯৯৭ পর্ব

দাম বাড়ার ডামাডোলে চারপাশের সবকিছুর দাম দিন দিন বেড়েই চলেছে। বয়সও বেড়ে চলে তার নিজের নিয়মে। চাইলেও তা আটকে রাখা সম্ভব হয় না। বয়সের হাত ধরে শরীর ও মনে দেখা দেয় নানা পরিবর্তন। বেড়ে যায় অনেক রোগ বা সমস্যা। অত্যন্ত বাস্তবধর্মী এরকম কিছু বিষয় নিয়ে ১৯৯৭ সালের মে মাসে প্রচারিত ইত্যাদিতে একটি প্যারোডি গান প্রচার করা হয়। যেখানে ‘ইত্যাদি’র নিয়মিত নৃত্যশিল্পী দলের সঙ্গে অংশগ্রহণ করেছেন কয়েকজন অভিনয় শিল্পীও।

গান: দিন বাড়িলে দাম বাড়ে ভাই...
কথা: লিটন অধিকারী রিন্টু
সুর: পার্থ বড়ুয়া।
কণ্ঠ: হানিফ সংকেত।
পরিকল্পনা ও নির্দেশনা: হানিফ সংকেত।
নির্মাণ: ফাগুন অডিও ভিশন।

___________________________________
Enjoy & stay connected with us!