বাউল কামাল পাশা - দিল কি দয়া হয় না? (পবন দাস বাউল)

বাউল কামাল পাশা
জেলা: সুনামগঞ্জ , উপজেলা: দিরাই, গ্রাম: ভাটিপাড়া

দ্বীন দুনিয়ার মালিক খোদা এত কষ্ট সয়না
তোমার দ্বীলকী দয়া হয় না, তোমার দ্বীলকে দয়া হয় না।।
সব কথায় যার ব্যাথায় ভরা কোন কথা সে বলবে
সব পথে যার কাটায় ঘেরা কোন পথে সে চলবে।
কাটার আঘাত সয় যার বুকে ফুলের আঘাত সয়না।।
বাতি ছাড়া এ রংমহল ঘর রুশনেআলা হয়না
আজকে বাদশাহ কালকে ফকির সমানে দিন যায়না
তুমি সব দিয়া যার সব কেড়ে নাও তাতো প্রাণে সয়না।।
যুগ যুগান্তর যে তোমারে করে এতই পছন্দ
কোন ধর্মে কোন মর্মে তারে বলে মন্দ।
বাউল কামাল শুনে হয় আনন্দ, তোমায় কিছু কয়না।।