জালাল উদ্দিন খাঁ - দিয়ে মুখের হাসি (মমতাজ বেগম)

ওগো দিয়ে মুখের হাসি আমায় ভালবাসি যত দুঃখের দুখী আমায় বানাইলি
পাগল করিলে বন্ধু পাগল করিলে বন্ধু পাগল করিলে পাগল

ও বন্ধুরে...
শুনিয়া বাঁশরি ছেড়ে ঘরবাড়ি সাজিতে ভিখারী ছিল কপালেতে
আমি কার কাছে যাব দুঃখ জানাব কত যে আগুন অন্তরায় জ্বলে
পাগল করিলে বন্ধু পাগল করিলে বন্ধু পাগল করিলে পাগল

ও বন্ধুরে...
মনে হলে চান্দ মুখ ফেটে যায় মোর বুক
সুখেতে অসুখ হইলো সংসারেতে
কাঙ্গাল জালালউদ্দিন বলে মরণের কালে
দেখিয়া যাইয়ো বন্ধু দুই নয়ন মেলে..