ইত্যাদির দর্শকপর্বে লালু-মন্টুর ‘কইনচেন দেহি’ | ইত্যাদি মে ১৯৯৭ পর্ব

অভিনেতা সিরাজুল হক মন্টু এবং আবদুল আলী লালুর বিখ্যাত সংলাপ ‘কইনচেন দেহি’ আশির দশকে বিপুল জনপ্রিয়তা লাভ করে। ইত্যাদির আমন্ত্রিত দর্শকদের পর্বে লালু-মন্টু জুটির সেই ‘কইনচেন দেহি’ সংলাপের মাধ্যমে প্রশ্ন করে উপস্থিত দর্শকদের মধ্য থেকে চারজন দর্শক নির্বাচন করা হয়। নির্বাচিত দর্শকদের নিয়ে একটি মজার খেলার মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হয়। দর্শকদের নিয়ে এই পর্বটি প্রথম প্রচারিত হয় ১৯৯৭ সালের মে মাসে প্রচারিত ইত্যাদিতে।

___________________________________
Enjoy & stay connected with us!