নজরুল ইসলাম - আয়নার কারিগর (মমতাজ বেগম)

নজরুল ইসলাম সাধকপুরী, কুমিল্লা।

আমার বাবা মাইজভাণ্ডারী, আয়নার কারিগর,
আমার গাউসুল আজম মাইজভাণ্ডারী, আয়নার কারিগর,
আয়না বানাইয়া দেয় মোর কলবের ভিতর।

আমার বাবা আল হাসানী, তার কাছে মারফতের খনি,
কলব হইয়া যায় নুরানী, করিলে নজর।