লালনগীতি - ও মধুর দেল দরিয়ায় ডুবে কর ফকিরি (করিম শাহ)

মধুর দেল দরিয়ায় ডুবিয়া কর ফকিরি।
ছাড়ো ফকিরী, কর ফকিরি, হবে আখেরী।।

খোদার তত্ত্ব বান্দার দেল যথা
বলেছে কোরানে খোদে খোদ কর্তা
আজাজিলের পর হল খাতাদার
মন না ডুবিলি গভীরি।।

জানতে হয় সে দলের চৌদ্দ ঘর
আঠার মোকাম চারেতে প্রচার
লা-মোকাম তাহার উপর
নিজের আসন সেই পুরী।।

দেল-দরিয়ার ডুবারু যে হয়
আলখানার ভেদ সেই জানতে পায়
আলে আজব কল, দ্বিদলে আরাম
ফকির লালন খোঁজে বাহিরী।