Joto Prem BTS II Souls II 50 Years of Souls

'যত প্রেম' গানটি সোলস্ এর লন্ডন ট্যুরে সুর এবং রেকর্ডিং করা। লিরিক্স খুঁজতে গিয়ে সৌরীনের লিরিক্স টা হাতে পাওয়া। ১ দিনের নোটিশে স্টুডিওতে রেকর্ড করা হয় গানটি। গানটি লন্ডন ও অস্ট্রেলিয়ার পার্থেও শ্যুট করা হয়েছে। গানটিতে ড্রাম বাজিয়েছেন ফয়সাল এবং সেক্সোফোন বাজিয়েছেন লুইস ইলিয়ট। গানটির রেকর্ডিং স্পন্সর করেছেন টিএন্ডটি এর কর্ণধার ইফতেখার আহমেদ ইফতি।

গানটি সোলস এর প্রাক্তন সদস্য Mr. Raleigh Penheiro স্যার কে উৎসর্গ করছি ।
#souls #JotoPrem #50yearsofsouls