লালনগীতি - গুণে পড়ে সারলি দফা (করিম শাহ)

গুণে পড়ে সারলি দফা
করলি রফা গোলেমালে।
ভাবলিনে মন কোথা সে ধন
ভাজলি বেগুন পরের তেলে।।

করলি বহু পড়াশোনা
কাজে কামে ঝলসে কানা।
কথায় তো চিড়ে ভেজে না
জল কিংবা দুধ না দিলে।।

আর কি হবে এমন জনম
লুটবি মজা মনের মতন।
বাবার হোটেল ভাঙবে যখন
খাবি তখন কার বা শালে।।

হায়রে মজা তিলে খাজা
খেয়ে দেখলিনে মন কেমন মজা।
লালন কয় বেজাতের রাজা
হয়ে রইলাম কালে কালে।।