লালনগীতি - বলো স্বরুপ কোথায় আমার (পাগলা বাবলু)

বলো স্বরূপ কোথায় আমার সাধের প্যারী
যার জন্যে হয়েছিরে, দণ্ডধারী।

রামানন্দ দরশনে, পূর্বভাব উদয় মনে,
যাবো আমি কার বসনে সেহি পুরী,
বলো স্বরুপ।

কোথায় রে নিকুঞ্জবন, কোথায়রে যমুনা উজান
কোথায়রে গোপ গোপিনীগণ
আহামরি। বলো স্বরুপ।

আর কিরে এই সঙ্গ পাবো, মনেরই সাধ মিটাইবো
পরমানন্দে রবো, সে রূপ হেরি।
বলো স্বরূপ।
গৌরাঙ্গ এই দিনে বলে,আকুল হইলাম তিলে তিলে
লালন বলে ব্রজলীলে, কি মাধুরী।
বলো স্বরূপ।