ইত্যাদিতে প্রকৃতি ও জীবন নিয়ে ব্যতিক্রমী নাচ, শিবলী-নিপা ও তাদের দল | ঈদ ইত্যাদি ২০১৮ পর্ব

বন্যা, খরা, নদী ভাঙনসহ নানা প্রাকৃতিক দুর্যোগের মত প্রতিকূল অবস্থার সাথে মোকাবেলা করে আমাদের বসবাস। মাঝে মধ্যেই এই প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহতা কল্পনার বাইরে চলে যায়, যা মুহূর্তে কেড়ে নেয় হাজারও মানুষের প্রাণ। মানুষ পিছিয়ে পড়েন জীবন সংগ্রামে। তবে তারপরও তারা হাল ছাড়েন না। বিগত দিনের দুঃখ-কষ্ট ভুলে জীবন শুরু করেন নব উদ্যমে। ‘প্রকৃতি ও বাংলাদেশের মানুষের সংগ্রামময় জীবন’ এই বিষয় নিয়ে ২০১৮ সালে জুন মাসে প্রচারিত ঈদের বিশেষ ইত্যাদিতে একটি বক্তব্যধর্মী, সচেতনতামূলক নাচ করা হয়। নাচটি পরিবেশন করেন দেশের খ্যাতিমান নৃত্যজুটি শিবলী মোহাম্মদ ও শামীম আরা নিপা। তাদের সঙ্গে ছিলেন প্রায় শতাধিক নৃত্য ও অভিনয় শিল্পী। সংগীতায়োজন করেছেন ফরিদ আহমেদ।
শামীম আরা নিপা ও শিবলী মোহাম্মদের নৃত্যে বাংলাদেশের প্রকৃত রূপ ফুটে ওঠে-শত প্রতিকূলতায় ও দুর্যোগেও যে এ দেশ স্বরূপে মহিমায়- ‘আছে বন্যা, প্লাবন, খরা, আছে দুঃখ-কষ্ট-জরা, তারপরও এই দেশ আমাদের প্রাণ-প্রাচুর্যে ভরা।’

Ityadi Eid-ul-fitr episode 2018: https://youtu.be/GUnApsv2WJc

___________________________________
Enjoy & stay connected with us!