ইত্যাদিতে প্রচারিত বরেণ্য তারকাদের মুখে কিছু জনপ্রিয় সংলাপ | ঈদ ইত্যাদি ১৯৯৭ পর্ব

বাংলাদেশের টিভি নাটকের রয়েছে আলাদা সুনাম। একটা সময় এদেশের টিভি নাটকের অন্যরকম চাহিদা ছিলো। বিনোদনের অন্যতম প্রধান মাধ্যম ছিলো টিভি নাটক। সোনালি দিনের নাটক প্রচারের সময় রাস্তা ফাঁকা হয়ে যেতো। তখনকার নাটকের সংলাপও মানুষের মুখে মুখে ফিরতো। সোশ্যাল মিডিয়ার যুগ শুরু হওয়ার আগে সেসময়কার নাটকের জনপ্রিয় সংলাপগুলো মানুষ বিভিন্ন আড্ডায় ও সামাজিক অনুষ্ঠানগুলোতে আলোচনা করতো। সেই সময়কার জনপ্রিয় কিছু টেলিভিশন নাটকের সংলাপ যাদের মুখে জনপ্রিয় হয়েছিলো সেইসব বরেণ্য তারকাদের মুখে আবারও সেইসব সংলাপ শোনা গিয়েছিলো ১৯৯৭ সালের ফেব্রুয়ারি মাসে প্রচারিত ঈদের বিশেষ ইত্যাদিতে। আর বরেণ্য তারকারা হলেন-ফেরদৌসী মজুমদার, গোলাম মোস্তফা, সারা যাকের, আসাদুজ্জামান নূর, শম্পা রেজা, তারিক আনাম খান, নিমা রহমান, আবুল হায়াত এবং আলী যাকের।


___________________________________
Enjoy & stay connected with us!