নেত্রকোণার মঞ্চে নাতি আর নানি, চলছে কথার টানাটানি | ইত্যাদি নেত্রকোণা পর্ব ২০২৩

ইত্যাদির নানি আর নাতি, তাদের মধ্যে যতই কথার টানাটানি চলুক না কেন- দেশের যে কোন সংকটে তারা বরাবরই একজোট। কারণ তারা বিশ্বাস করে, দেশের সংকটকালে মানুষ যদি একসাথে সচেতন ও সমস্যা সমাধানে এগিয়ে না আসে, তাহলে দেশের মঙ্গল সাধন সম্ভব হয় না। আমাদের অসচেতনতা ও দায়িত্ববোধের অভাবে দেশে এখন ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। আর এর জন্য দায়ী যে মশা, তাকে নাতি আখ্যায়িত করেছে ‘সন্ত্রাসী’ হিসেবে। শুধু তাই নয়, ডেঙ্গু প্রতিরোধে চিহ্নিত দুর্নীতিবাজদের মতো চিহ্নিত সন্ত্রাসী এই মশাকে খুঁজে বের করে এর আবাসস্থল ধ্বংস করার আহ্বানও জানিয়েছে নাতি। ২৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখে প্রচারিত ইত্যাদির নেত্রকোনা পর্বে এসব নিয়েই নানির সঙ্গে নাতির চিরাচরিত খুনসুটি ছিলো।

পুরো অনুষ্ঠান: https://youtu.be/tBaZZzUTWQI

___________________________________
Enjoy & stay connected with us!