অক্ষয় - বাঞ্ছা কল্পতরু নাম আমার সকলেই জানে (আরিফ ফকির)

জীবে যে যা ভাবে বাঞ্ছা করে
বাঞ্ছা পুরায় সেভাবে রে সেভাবে
বাঞ্ছা কল্পতরু নাম আমার সকলেই জানে।

হিন্দুর হরি তুমি মোসলমানের খোদা
ইংরাজে বলছে গড কিছু নাই যুদা।
এবার মগ বলেছে ব্রহ্ম্য জাতী।
যিশু বলে খ্রিস্টানে রে খ্রিস্টানে।

যোগী রূপ যখন আমি করিলাম ধারণ
নিদু বনে কালি সাজলাম আইনের কারন।
আমি নর-সিংহ রূপ ধরিলাম।
বল্লাদের মন হরণে রে হরণে।

সত্য যুগে আমি নারায়ন ছিলাম
দাপরেতে এসে আমি ধেনু চড়ালাম।
আবার ত্রেতায় এসে রামরূপ ধরে।
দেখালাম হনূমানে রে হনুমানে।

ভক্তের ভক্তি পেলে আমি ভুলে যাই
অভক্ত ব্রাহ্মণের ভক্তিতে আমি কভু ভুলি নাই।
এবার মহাদেবের গাইট টেনেছি।
শুধুই ভক্তির কারনে রে কারনে।

ডাক্তার অক্ষয় বলে জপ ঐ নাম।
জপ রে নিশি দিনে নিশি দিনে।