চীনে গিয়ে ভারত নিয়ে কী বলছে মালদ্বীপ

মালদ্বীপের নতুন সরকার বলছে, ভারত মহাসাগর অঞ্চলে পারস্পরিক সহযোগিতা বাড়াতে এই অঞ্চলের দেশগুলির মধ্যে গোষ্ঠীবাজি বন্ধ করে সব দেশকে অন্তর্ভুক্ত করে চলতে হবে।

চীনে সম্প্রতি আয়োজিত এক সম্মেলনে মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট হুসেইন মোহাম্মদ লতিফ এ কথা বলেন।

ধারণা করা হচ্ছে, ভারত মহাসাগরীয় অঞ্চলে ভারতের প্রভাব কমানোর উদ্দেশ্য নিয়েই চীন ওই প্ল্যাটফর্ম তৈরি করেছে।

গত বছর মালদ্বীপ ওই সম্মেলনে অংশ নেয় নি। সে সময় মালদ্বীপের প্রেসিডেন্ট ছিলেন ইব্রাহিম মোহাম্মদ সোলিহ, যাকে ভারতের ঘনিষ্ঠ মনে করা হয়।

তবে মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ভারত নিয়ে দেশটির দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এসেছে বলে মনে করা হচ্ছে।

*******************************************
বিবিসি নিউজ বাংলার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম।
এখানে আপনি দেখতে পাবেন দেশ ও দেশের বাইরের সমসাময়িক গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে বস্তুনিষ্ঠ ও বিশ্লেষণধর্মী প্রতিবেদন, বিবিসি নিউজ বাংলার টিভি অনুষ্ঠান প্রবাহ এবং বাংলাদেশ ট্রেন্ডিং-এর সকল পর্ব। নিয়মিত ভিডিও আপডেট পেতে এবং অনুষ্ঠান দেখতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না!

আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন:
ওয়েবসাইট: bbcbangla.com
ফেসবুক: https://www.facebook.com/BBCBengaliService/
টুইটার: https://twitter.com/bbcbangla

#BBCBangla #BBCBanglaNews #বিবিসি #বিবিসিবাংলা #BBCNews