শাহ নূর জালাল - এই মিনতি করি তোমায়, ছেড়ে যাইও না (কালা মিয়া)

এই মিনতি করি তোমায়, ছেড়ে যাইও না
আমি তো জানি রে বন্ধু, তুমি আপনা

আমি তোমায় ভালোবাসি, মন্দ বলে পাড়া-পড়শি
বলে বলুক যার যা খুশি, আমি শুনবো না

ছাড়িয়া সকলের আশা, করেছি তোমার ভরসা
মিটাও আমার প্রেম-পিপাসা, নিরাশ করিও না

তোমায় না পাইলে যৌবনে, কী কাজ আমার কুল -মানে
তুমি বিনে পাগল মনে, আর কিছু চায় না

প্রাণ বন্ধু তোমারে পাইলে, বলে শাহ নূর জালালে
ইহকাল আর পরকালে, কিসের ভাবনা