যত খুশি খাও আর ডায়াগনস্টিক সেন্টারে যাও | ইত্যাদি নেত্রকোণা পর্ব ২০২৩

খাদ্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা জানি, ‘মানুষ কাজের জন্য বাঁচে এবং বাঁচার জন্য খায়’। তবে দুঃখের বিষয় হচ্ছে আজকাল বিভিন্ন ধরণের বাহারি রেস্টুরেন্টের নানা ধরনের পশ্চিমা খাবারে স্বাস্থ্য ঝুঁকি থাকা সত্ত্বেও জাংকফুড নামধারী কিছু খাবারের স্বাদের অতিরঞ্জনের কারণে আমাদের অনেকেই এসব অস্বাস্থ্যকর ও তুলনামুলক কম পুষ্টি সম্পন্ন খাবারের প্রতি আগ্রহী হচ্ছেন। আর ক্রমাগতভাবে এসব খাবার গ্রহণের ফলে আক্রান্ত হচ্ছেন নানান ধরণের রোগব্যাধিতে। ফলে দৌড়াতে হচ্ছে ডাক্তারের কাছে। ইদানিং ঢাকা শহরে দিন দিন যেভাবে রেস্টুরেন্টের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তেমনিভাবে বৃদ্ধি পাচ্ছে ডায়াগনস্টিক সেন্টারের সংখ্যাও। অনেক ধুরন্ধর ব্যবসায়ী আবার ‘ঝোপ বুঝে কোপ মারা’র মতো এই দুটো ব্যবসাতেই সমানতালে বিনিয়োগ করছেন। আর এই বিষয়ের উপরেই ২৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখে প্রচারিত ইত্যাদির নেত্রকোনা পর্বে একটি নাট্যাংশ প্রচারিত হয়।

পুরো অনুষ্ঠান: https://youtu.be/tBaZZzUTWQI

___________________________________
Enjoy & stay connected with us!