প্লাস্টিকের ফেলনা বোতল থেকে কাপড়

তামিল নাড়ুতে একটি কোম্পানি প্লাস্টিকের বোতল থেকে কাপড়ের তন্তু উৎপাদন করে৷ তার থেকে তৈরি হয় পোশাক থেকে শুরু করে নানা দরকারি পণ্য৷ এজন্য প্রতিবছর ৮০০ টন বোতল ব্যবহার করে তা যা ফেলে দিলে পরিবেশের ক্ষতি হতো৷ অন্যদিকে সাধারণ কাপড় তৈরিতে যে পরিমাণ জল ও রাসায়নিক লাগে পলিয়েস্টার তন্তু তৈরিতে তা-ও লাগে না৷

ইউটিউবে ডয়চে ভেলেকে সাব্সক্রাইব করুন: http://bit.ly/2EQqAFJ
ফেসবুকে ডয়চে ভেলে: https://www.facebook.com/dwbengali
টুইটারে ডয়চে ভেলে: https://twitter.com/dw_bengali