বিয়ের দাওয়াতে যাওয়াতে ভীষণ সমস্যা | ঈদ ইত্যাদি ২০১৮ পর্ব

দাম্পত্য জীবনে টানাপোড়েন থাকবেই। বিশেষ করে সব দম্পতিদের মধ্যেই একটু-আধটু কলহ, মান-অভিমান থাকেই। তবে সব দাম্পত্য কলহই যে অতিশয় ক্ষতিকর বিষয় নিয়েই হয় তা নয়, অনেক সময় একজনের কথার প্যাঁচে অন্যজন কথিত অর্থ না বুঝে যখন অন্য অর্থ বোঝে, তখনও কলহ হয়। আমরা অহরহ যে সকল কারণে দাম্পত্য কলহ দেখে অভ্যস্ত এই দম্পতির কলহের কারণটা সেরকম নয়, বিষয়টা একটু ভিন্ন। ২০১৮ সালে জুন মাসে প্রচারিত ঈদের বিশেষ ইত্যাদির এই নাট্যাংশে অভিনয় করেছেন অভিনেতা আজিজুল হাকিম ও অভিনেত্রী রোজি সিদ্দিকী।

Ityadi Eid-ul-fitr episode 2018: https://youtu.be/GUnApsv2WJc

___________________________________
Enjoy & stay connected with us!