দুদ্দু শাহ - দেহ মেদ যজ্ঞ যে জন করে (আজমল শাহ)

যজ্ঞেরও না শ্রেষ্ঠ যজ্ঞ, দেহ রতি জারণ করে ।
দেহ মেদ যজ্ঞ যে জন করে ।।
বসুতে গৃহেতে মিলন,
জানে সে রতি বিশ্লেষণ ।
জিবাত্না অনিত্য দাহন,
রতি গাঢ় হয় ভিয়ান দ্বারে ।।
অনলে ঘৃত আহুতি,
খেলে সিঁথায় পঞ্চ জ্যোতি ।।
আত্নস্মৃতি হয় বিস্মৃতি,
পুরুষ প্রকৃতি জ্ঞান হরে ।।
জীবনে মরণও পারা,
সহজে ভাই অধর(সহজ) ধরা ।।
প্রেম উন্মাদে মাতোয়ারা,
দেখ অষ্ট সাত্ত্বিক হয় শরীরে ।।
লালন সাই কয় গোপীরভজন,
দেহ মঞ্চে হয় নিরূপণ ।
কুরসিকের ভয় হয় উদ্দীপন,
দুদ্দু ভূতের যজ্ঞ করে ফেরে ।।