প্লেনের ছাদে ভ্রমণ | ঈদ ইত্যাদি ১৯৯৭ পর্ব

আমাদের দেশে বড় দুটি উৎসবের সময় বিশেষ করে ঈদ এলেই একটি বিষয় সবার চোখে পড়ে, আর সেটা হলো বিভিন্ন যানবাহনে যাত্রীদের উপচে পড়া ভিড়। ‘নাড়ির টানে বাড়ি’ ফেরার তাড়নায় কিংবা বাড়ি থেকে কর্মস্থলে ফেরার তাড়ায় বিপজ্জনক জেনেও এ সময় অনেকেই লঞ্চ, বাস ও ট্রেনের ছাদে চড়েও ভ্রমণ করেন। সারাজীবন এরকম বিভিন্ন যানবাহনের ছাদে ভ্রমণ করা এক ব্যক্তি হঠাৎ করে টাকা-পয়সার মালিক হয়ে সাধ জেগেছে- তিনি এবার ঈদে বাড়ি যাবেন প্লেনে, কিন্তু প্লেনে ভ্রমণের শুরুতেই বিপত্তি বাঁধে ব্যক্তির প্ল্যানে। কিন্তু কেন, সেটাই দেখুন এই নাট্যাংশে। নাট্যাংশটি প্রথম প্রচারিত হয় ১৯৯৭ সালের ফেব্রুয়ারি মাসে প্রচারিত ঈদের বিশেষ ইত্যাদিতে।

___________________________________
Enjoy & stay connected with us!