লালনগীতি - সব লোকে কয়, লালন ফকির হিন্দু কি যবন? (বজলু শাহ)

(সৈয়দ হাসিবউদ্দিন হোসেন, ময়মনসিংহ, ঢাকা কতৃক লালন আখড়া, ছেউরিয়া, কুষ্টিয়া'র একটি গানের দোকান হতে সংগ্রহকৃত।)

সবে বলে লালন ফকির হিন্দু কি যবন।
লালন বলে আমার আমি না জানি সন্ধান।।

একই ঘাটে আসা যাওয়া
একই পাটনী দিচ্ছে খেওয়া
কেউ খায় না কারো ছোঁয়া
বিভিন্ন জল কে কোথা পান।।

বেদ-পুরাণে করেছে জারি
যবনের সাই হিন্দুর হরি
তাও তো আমি বুঝতে নারি
দুইরূপ সৃষ্টি কী তাই প্রমাণ।।

বিবিদের নাই মুসলমানি
পৈতে নাই যার সেও তো বামনী
বোঝ রে ভাই দিব্যজ্ঞানী
লালন তেমনি জাত একখান।।

LalonGeeti - Shob Loke Koy Lalon Fakir Hindu Ki Jobon (Bazlu Shah)