লালনগীতি - সোনার মানুষ রসে ভাসে (আকলিমা ফকিরানি)

(সৈয়দ হাসিবউদ্দিন হোসেন, ময়মনসিংহ, ঢাকা কতৃক লালন আখড়া, ছেউরিয়া, কুষ্টিয়া'র একটি গানের দোকান হতে সংগ্রহকৃত।)

সোনার মানুষ রসে ভাসে।।
যে জানে শুদ্ধ রস পান,
সেই জানিতে পায় আনায়েসে।

তিনশ ষাট রসের নদী
বেগে ধায় নিরবধি
তার মাঝে রুপ নিরবধি
ঝলক দিচ্ছে এই মানুষে।।

মাতা পিতার নাই ঠিকানা
অচিন দলে রসের খানা
আজগুবি তার আওনা যাওনা
করণ বারির যোগ বিশ্বাসে।।

অমাবশ্যায় চন্দ্র উদয়
দেখতে যার বাসনা হৃদয়
লালন বলে থাকো সদয়
ত্রিবেণতে থাকো বসে।।

LalonGeeti - Shonar Manush Roshe bhashe / Vashe (Aklima Fokirani)