লালনগীতি - শুদ্ধ প্রেম সাধলে যারা (রওশন ফকির)

(সৈয়দ হাসিবউদ্দিন হোসেন, ময়মনসিংহ, ঢাকা কতৃক লালন আখড়া, ছেউরিয়া, কুষ্টিয়া'র একটি গানের দোকান হতে সংগ্রহকৃত।)

শুদ্ধ প্রেম সাধলে যারা,
কাম-রতিকে রাখলে কোথা।
বল গো রসিক রসের মাফিক
ঘুচাও আমার মনের ব্যথা।।

আগে উদয় কামের রতি
রস আগমন তারই সাথী
সেই রসে হয়ে স্থিতি
খেলছে মানুষ প্রেমদাতা।।

মন জানে সে রসের করণ
নয় রে সে প্রেমের ধরণ
হৃদয়-জলে হয় রে স্মরণ
কথায় কেবল বাজি জেতা।।

মনের অবাধ্য যে জন
আপনার আপনি ভোলে সে জন
ভেবে কয় ফকির লালন,
ডাকলে সে তো কয় না কথা।।

(মন জানে সেই রসের করণ
না করে সে রস আস্বাদন
জল সেঁচে তার হয় রে মরণ
কথায় কেবল বাজি জেতা।।
_ _ _ _ _ _

শুদ্ধ প্রেম সাধলো যারা,
কাম-রতি রাখিল কোথা।
দেহে আগে উদয় কামের গতি
সেই রসে হয়ে স্থিতি
খেলছে রসিক প্রেমদাতা।।

মূল জানিত রসের কারণ
পেলে কি প্রেমেরই ধারণ
জল ছেঁইচে হয়ে সরণ
খেলছে রসিক প্রেমদাতা।।

মনেরি অবাধ্য যে জন
আপনার আপনি ভোলে সে জন
ভেবে কয় অবোধ লালন,
ডাকলে সে তো কয় না কথা।।)

LalonGeeti - Shudhdho Prem Shadhle Jara (Rowshan Fakir)